সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীম তার ছেলে মুন্নাকে (২৪) পুলিশের হাতে তুলে দিয়েছেন।
বুধবার (১৪ মে) দুপুরে সদর দক্ষিণ মডেল থানায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক বিরোধের জেরে সোমবার (১২ মে) স্থানীয় বিএনপি নেতা বিল্লালের ওপর সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর দক্ষিণ থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীমের ছেলে মুন্নাসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। মুন্না এই হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার বাবা মিনহাজ হোসেন শামীম বুধবার দুপুর ২টার দিকে ছেলেকে থানায় এনে পুলিশের হাতে সোপর্দ করেন।
এ বিষয়ে মিনহাজ হোসেন শামীম বলেন, ‘১২ মে আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খোঁজ নিয়ে দেখি আমার ছেলে মুন্নাও এই হামলার সঙ্গে জড়িত ছিল। যে কারণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার ছেলেকে নিজ হাতে পুলিশে কাছে সোপর্দ করেছি।’
তিনি আরও বলেন, ‘মুন্না ছাড়াও ঘটনার সঙ্গে অন্য যারা জড়িত তাদের অভিভাবকরাও যেন সন্তানদের পুলিশের কাছে সোপর্দ করেন। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমার চাকরিজীবনে এমন ব্যতিক্রম ঘটনা আর ঘটেনি। মুন্নাকে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

5 months ago
28









English (US) ·