কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যার রেশ ধরে এখন পুরোপুরি মুখোমুখি অবস্থানে ভারত এবং পাকিস্তান। এরই মধ্যে মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। দুই দেশেই হতাহতের সংখ্যা অনেক।
পাকিস্তানে ভারতীয় বাহিনীর আক্রমণের পর সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ লেগে গেছে দুই দেশের সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের মধ্যে। দুই দেশের ক্রিকেটাররাই নিজ নিজ দেশের বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ।
ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সাবেক ক্রিকেটার সুরেশ রায়না, বিরেন্দর শেবাগ, ইরফান পাঠান, শিখর ধাওয়ানসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মতামত জানিয়ে। সে তালিকায় যোগ দেন শচিন টেন্ডুলকার। 'অপারেশন সিঁদুর'-এর প্রশংসা করেন শচিন। নিজের এক্স হ্যান্ডেলে শচিন লেখেন, 'একতায় নির্ভীকতা। সীমাহীন শক্তি। ভারতের ঢাল দেশের জনগণ। এই পৃথিবীতে সন্ত্রাসীর কোনও জায়গা নেই। আমরা একটাই দল। জয় হিন্দ।’
বিরেন্দর শেবাগ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'কেউ যদি আপনার ওপর পাথর ছোড়ে, তার দিকে ফুল ছুড়বেন। তবে গামলা সমেত।’ ধাওয়ান লেখেন, ‘জঙ্গিহানার বিরুদ্ধে ভারত সরব হল।’
ইরফান পাঠান এবং সাইনা নেওয়াল লেখেন, ‘জয় হিন্দ।’ ভারতের আক্রমণের সমর্থনে অলিম্পিকের ব্রোঞ্জজয়ী বক্সার বিজেন্দ্র সিং এবং কুস্তিগির যোগেশ্বর দত্ত। বিজেন্দ্র লেখেন, ‘ভারত মাতার জয়।’

ভারতের হামলার জবাব দিয়েছে পাকিস্তানও। ভারতের অত্যাধুনিক ৫টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে তারা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে। নিজ দেশের বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররাও। শহিদ আফ্রিদি থেকে শুরু করে শাহিন শাহ আফ্রিদি, ফাখর জামানসহ অনেক ক্রিকেটারই।
শহিদ আফ্রিদি তো ভারতের সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। পাহেলগামে পর্যটক হত্যার ঘটনার পর যখন পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বাহিনি, তখন সামা টিভিতে দেয়া সাক্ষাৎকারে আফ্রিদি মোদিকে লক্ষ্য করে বলেন, ‘কাশ্মীরে আপনার ৮ লাখেরও বেশি শক্তিশালী সেনা রয়েছে। অথচ সেখানে এখনও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর অর্থ আপনি যদি জনগণকে নিরাপত্তা দিতে না পারেন তবে আপনি ব্যর্থ, অদক্ষ এবং অকেজো।
যদিও ভারতীয়রা আফ্রিদির এই মন্তব্যের জোর সমালোচনা করেন। তবে, পাকিস্তানি বাহিনীর প্রত্যাঘাতে উল্লাসিত শাহিন শাহ আফ্রিদিরা। পিএসএলে লাহোর কালান্দার্সে আবদুল্লাহ শহিক, জামান খানদের নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে নিজ দেশের বাহিনীর প্রতি সমর্থন জানান। ফাখর জামানরা ভিডিও বার্তা দিয়ে দেশের ঐক্য অটুট রাখার আহ্বান জানান।
আইএইচএস/

                        5 months ago
                        94
                    








                        English (US)  ·