হবিগঞ্জের লাখাইয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহদী হাসান মাহিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ মে) ভোরে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি মুড়িয়াউক ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গ্রেফতার মাহি মুড়িয়াউক গ্রামের এবাদুল হাসানের ছেলে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মাহি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতার করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/জেআইএম

5 months ago
78









English (US) ·