আন্তর্জাতিক মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—এমন ঘোষণা এসেছে দুই দেশের পক্ষ থেকেই। শনিবার (১০ মে) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা থেকে কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি।
জানা গেছে, দুই দেশের সামরিক অপারেশনের প্রধানরা আলোচনায় বসে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধে একমত হন।
আরও পড়ুন>>
- ভারত-পাকিস্তান ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি: ট্রাম্প
- ভারতের সঙ্গে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ নিশ্চিত করলো পাকিস্তান
- ভারত-পাকিস্তানকে যেভাবে যুদ্ধবিরতিতে রাজি করালো যুক্তরাষ্ট্র
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক কর্মকর্তারা আগামী ১২ মে আবার আলোচনায় বসবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভারত-পাকিস্তান উভয় দেশ একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে।
এই যুদ্ধবিরতির ঘোষণা কাশ্মীরসহ দুই দেশের জনগণের মাঝে স্বস্তির আবহ তৈরি করেছে। দীর্ঘ সংঘাতের পর সাধারণ মানুষ এখন শান্তিপূর্ণ পরিবেশের আশায় বুক বেঁধেছেন।
এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সর্বপ্রথম ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ করেন। পরে বিষয়টি নিশ্চিত করেন ভারত এবং পাকিস্তানের কর্মকর্তারা।
এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যুদ্ধবিরতি কার্যকরের পরপরই পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ।
সূত্র: আল-জাজিরা
কেএএ/

5 months ago
119









English (US) ·