মহেশপুর সীমান্তে দেড় কোটি টাকার সোনার বার জব্দ

5 months ago 14

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পলিয়ানপুর এলাকা থেকে ৮টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর দেড়টার দিকে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পলিয়ানপুর পূর্বপাড়া এলাকার মো. আজিজুলের গোডাউনের সামনে পাকা রাস্তার ওপরে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে বিজিবির টহল দল। এসময় মোটরসাইকেল চালক মো. হামিদুল মোটরসাইকেল এবং তার কোমরে বাধা স্কচটেপে মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যান। পরে পোটলা খুলে ৮ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১ কেজি ১৭৭.৭১ গ্রাম। এসময় ১টি মোটরসাইকেল জব্দ করে বিজিবি। সোনার বার ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬০০ টাকা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সোনা চোরাচালানের অভিযোগে হামিদুলের নামে মামলা হয়েছে। হামিদুল মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের আনচান আলীর ছেলে। তিনি পলাতক। তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

শাহজাহান নবীন/জেডএইচ/এমএস

Read Entire Article