সর্বশেষ সিরিজের ব্যর্থতাকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিন ম্যাচের সিরিজ খেলতে নামছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। দু’দলেরই লক্ষ্য সিরিজ জয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
গেল মাসে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি পাকিস্তান। দুবাইয়ের ফাইনালে ভারতের কাছে ৫ উইকেটে হারে তারা। এমনকি গ্রুপ পর্ব ও সুপার ফোরেও ভারতের কাছে যথাক্রমে ৭ উইকেটে ও ৬ উইকেটে পরাজিত হয়েছিল পাকিস্তান।
এশিয়া কাপের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নামছে পাকিস্তান। তাই ব্যর্থতাকে পেছনে ফেলে জয়ের ধারায় ফিরতে চায় স্বাগতিকরা। দলের অধিনায়ক সালমান আগা বলেন, ‘এশিয়া কাপে শিরোপা জয়ের সুযোগ আমরা হাতছাড়া করেছি। ওই দুঃস্মৃতি পেছনে ফেলে আমরা নতুনভাবে শুরু করতে চাই। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দল মাঠে নামবে। নিজেদের কন্ডিশন কাজে লাগিয়ে সেরা ক্রিকেট খেলতে বদ্ধপরিকর সতীর্থরা।’
টি-টোয়েন্টিতে বাজে সময় পার করছে গত বিশ্বকাপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ চার সিরিজের তিনটিই হেরেছে প্রোটিয়ারা। জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ও সর্বশেষ নামিবিয়ার কাছে একমাত্র সিরিজে ১-০ ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা। মাঝে ইংল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে প্রোটিয়ারা।
হারের বৃত্ত ভেঙে সিরিজ জয়ের ধারায় ফিরতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ডোনোভান ফেরেইরা বলেন, ‘সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা ভলো খেলতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় দল। কন্ডিশন আমাদের প্রতিকূলে থাকলেও ভালো ক্রিকেট খেলার জন্য আমরা প্রস্তুত। সিরিজ জয়ই আমাদের মূল লক্ষ্য।’
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস। এছাড়া অনলাইনে, মোবাইলেও ম্যাচটি দেখার সুযোগ রয়েছে ট্যাপম্যাডে। পাশাপাশি বিভিন্ন আনঅফিসিয়াল আ্যপসের মাধ্যমেও ম্যাচটি ফ্রিতে দেখার সুযোগ রয়েছে ক্রিকেট সমর্থকদের জন্য।

 3 days ago
                        10
                        3 days ago
                        10
                    








 English (US)  ·
                        English (US)  ·