স্মার্টফোন আজকাল প্রায়ই সবাই ব্যবহার করছেন। সব বয়সী মানুষের কাছেই এক বা একাধিক স্মার্টফোন রয়েছে। অনেকে কিছুদিন পর পর স্মার্টফোন পরিবর্তন করেন। বাজারে নতুন মডেল এলে পুরোনোটি বদলে নেন। আবার অনেকে বছরের পর বছর একই ফোন ব্যবহার করেন।
জানেন কি, কখন ফোন বদলাবেন? আপনার ফোনটিই জানাবে আপনাকে কখন এটি বদলাতে হবে। প্রায়ই ফোন ইঙ্গিত দেয় যে এটি আপগ্রেড করার সময় এসেছে। এছাড়া বেশ কিছু ইঙ্গিত আছে, যেটি আপনার ফোনে দেখতে পেলে বুঝে নিন ফোনটি বদলাতে হবে-
১. নিজের ফোন নতুন আপডেট পাচ্ছে কি না তা পরীক্ষা করতে হবে। অনেক ব্র্যান্ড সাত বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট অফার করে। তবে অনেকে আবার শুধু দুই বছরের জন্য আপডেট সরবরাহ করে। গড়ে প্রায় চার থেকে পাঁচ বছর ধরে আপডেট পাওয়ার আশা করা যেতে পারে।
২. যদি আপনার ফোন ধীর গতিতে চলে অথবা ব্যবহারের সময় ঘন ঘন বন্ধ হয়ে যায়, তাহলে আপগ্রেড করার কথা ভাবার সময় হতে পারে। পুরনো ডিভাইসগুলো প্রায়শই দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে সমস্যা করে।
৩. যদি ফোনটি ক্ষতিগ্রস্ত ব্যাটারি বা বার বার হার্ডওয়্যার সমস্যার মুখোমুখি হয়, তাহলে সেই ফোনটি রিপ্লেস করাই বাঞ্ছনীয়। একবার হার্ডওয়্যার সমস্যা দেখা দিলে আরও সমস্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
৪. অনেক অ্যাপ পুরোনো ফোনে আর সাপোর্ট নাও পেতে পারে, যা সিকিউরিটির ঝুঁকির সম্মুখীন করতে পারে। এক্ষেত্রে নিজের পুরোনো ডিভাইসটি এক্সচেঞ্জ করে নতুন কেনাই বুদ্ধিমানের কাজ হবে।
আরও পড়ুন
ফোন হ্যাক হলে বুঝবেন যেভাবে
বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম
কেএসকে/জেআইএম

                        1 day ago
                        6
                    








                        English (US)  ·